প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২২ ৮:২২ : অপরাহ্ণ
॥ নিউজ ডেস্ক॥ রাজকন্ঠ ডট কম
রাজধানীর মগবাজারে দুই বাসের চাপায় রাকিব (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মগবাজার মোড়ে চিপস বিক্রি করতো রাকিব। ঘটনার সময় একটি বাসে উঠার জন্য অপেক্ষা করছিল সে। এসময় দুটি বাস তাকে চাপা দেয়। আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, মগবাজার মোড়ে বিকেলে দুই বাসের চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বাস দুটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।