॥মাসুদ রেজা শিশির ॥রাজবন্ঠ ডট কম
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে বাটাহাম্বারের চাপায় মজিরন নেচ্ছা (৫৫) নামের এক বিধবার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ওই নারীর ভাই বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। জানাগেছে মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত মজিরন নেচ্ছা হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত আদম মল্লিকের কন্যা। এ ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাটা হাম্বারটি উদ্বার করেছে তবে বাটাহাম্বারের চালক পালিয়ে থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। এদিকে ৩১ মার্চ বুধবার নিহতের বড় ভাই আব্দুর রশিদ মল্লিক বাদী হয়ে বাটা হাম্বার চালক অসীম সরদারকে মামলা দায়ের করেছে যার মামলা নং ২৩।
মামলার অভিযোগ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায় ওই দিন সন্ধ্যার পরে মজিরন পাংশা শহর থেকে বাড়ীর উদ্দ্যেশে রওনা দিয়ে গোপালপুর-কাচারী পাড়া সড়কের দক্ষিন কাচারীপাড়া মোবাইদুল’র বাড়ীর সামনের মোড়ে পৌছানো মাত্র বিপরিত দিক থেকে বেপড়য়া ভাবে ছুটে আসা বাটা হাম্বার চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্বার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা মডেল থানার সেকেন্ট অফিসার এস আই মোঃ হুমায়ুন রেজা জানান আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।