॥মাসুদ রেজা শিশির ॥রাজকন্ঠ ডট কম
রাজবাড়ীর পাংশা শহরের নারায়নপুরে অবস্থিত ডেভেল পমেন্ট ফর পুওর পিপল’স (ডিপিপি) করোনার ২য় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন। ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে নগদ টাকা,কাপড়,মাস্ক বিতরণ করেছেন ডেভেল পমেন্ট ফর পুওর পিপল’স (ডিপিপি)’র নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ সাইফুল ইসলাম নকিব।
সোমবার নিজের প্রতিষ্ঠান কার্যালয়ে এলাকার হত দরিদ্রদের মাঝে এ সহায়তা প্রদান করেন। ডেভেল পমেন্ট ফর পুওর পিপল’স (ডিপিপি)’র নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ সাইফুল ইসলাম নকিব রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যারম্যান আল মামুন খানের ছোট ভাই তিনি ও তার পরিবার বিভিন্ন সময় হাবাসপুর ইউনিয়নের সাধারণ মানুষসহ বিভিন্ন এলাকার মানুষের সহযোগী করে পাশে থেকে ছেন। করোনার শুরু থেকেই ডেভেল পমেন্ট ফর পুওর পিপল’স (ডিপিপি)’র নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ সাইফুল ইসলাম নকিব ও তার ভাই হাসাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা সাবেক চেয়ারম্যান আল মামুন খান ও তাদের পরিবার সাধারণ মানুষের পাশে ছিল। কৃষকলীগ নেতা নকীব বলেন আমি ব্যক্তিগত ভাবে ও আমার প্রতিষ্টানের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্ঠা করে চলছি,সেই সাথে আমার ভাই আল মামুন খান তিনিও সাধ্যমত চেষ্ঠা করে চলছেন প্রিয় হাবাসপুর ইউনিয়ন বাসির পাশে থাকার।