॥মাসুদ রেজা শিশির॥রাজকন্ঠ ডট কম
সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যা লঘুদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১ টয়া পাংশা শহরের কালীবাড়ী মোড় এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হিন্দু ধর্মীয় নেতাগন এ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নির্মল কুমার কুন্ডু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদ সদস্য,পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি,পাংশা উপজেলা আওয়ামীলীগের নেতা বিশিষ্ঠ ব্যবসায়ী শ্রী উত্তম কুমার কুন্ডুর। প্রতিবাদ সভায় একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টার।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শ্রী অনিল কুমার বিশ^াস, সাবেক সভাপতি শ্রী সুব্রত কুমার দাস সাগর, পুজা পরিষদের সহ-সভাপতি নির্মল কুমার (কার্তিক সাহা), পৌর পুজা পরিষদের সভাপতি সুব্রত কুমার দেসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু।
বক্তারা এ ঘটনার ত্বীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান সেই সাথে সকলেই যাতে মিলেমিশে ভালভাবে বসবাস করতে পারে এ জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন বক্তরা। এ সময় জেলা পরিষদ সদস্য ডলিরানী বিশ^াসসহ পাংশা উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার সকল এলাকার হিন্দু সম্প্রদায়ের সহা¯্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।