প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ৮:০২ : অপরাহ্ণ
॥নিজস্ব প্রতিবেদক॥রাজকন্ঠ ডট কম
রাজবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতু বিপুল ভোটে জয়ী হয়েছেন।তিনি নারিকেল গাছ প্রতীকে ১৫ হাজার ৯০২ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী মহাম্মদ আলী চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৩৪৮ ভোট। এছাড়াও বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তোফাজেল হোসেন মিয়া পেয়েছেন ২ হাজার ৬৮৩ ভোট ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী কে.এ রাজ্জাক মেরিন পেয়েছে ৯৫১ ভোট।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার আহমেদ সালেহীন বে-সরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।
এর আগে, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে টানা ভোট গ্রহণ চলে।
রাজবাড়ী পৌরসভাতে ১৮টি ভোটকেন্দ্রে ২৬ হাজার ৯৭৩ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে বাতিল ভোট হয় ৮১ জনের।