প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ৯:১৮ : অপরাহ্ণ
॥রাজবাড়ী প্রতিনিধি॥রাজকন্ঠ ডট কম
রাজবাড়ী জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৮ই ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ,গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক শরিফুল ইসলাম , রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান চৌধুরী টিটো ,গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী , গোয়ালন্দের নির্বাহী অফিসার মো: আমিনুল ইসলাম ,মাদকদ্রব্য নিয়ন্ত্রনের সহকারী পরিচালক তানভীর হোসেন খান , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ অন্যান্য কর্তকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্য বিবাহ রোধ,২১ ফেব্রুয়ারী দিবস পালনে সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন।
এছাড়াও জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার পরে একই স্থানে জেলা বালুমহাল ব্যবস্থাপনার কমিটির সভা ,জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিটিরি সভা ,জেলা প্রতিরোধ কমিটির সভা, জেলা চোরাচালান প্রতিরোধ সম্বনয় কমিটির সভা ,জেলা নারী ও শিশু নির্যাতন কমিটির সভা ,সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের নির্ভূল ডাটাবেজ তৈরির লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্ট সভা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা , বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা, কারাগারে থাকা শিশু-কিশোদের অবস্থা উন্নয়নেরর লক্ষ্যে গঠিত টাস্কফোর্ট সভা, ও বিকাল ৪টায় মসজিদ ভিত্তিক শিশু ওগণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিচালনা বিষয়ে জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।