প্রকাশ: ৭ জানুয়ারি, ২০২১ ১০:৫৪ : অপরাহ্ণ
॥মাসুদ রেজা শিশির॥ রাজকন্ঠ ডট কম
রাজবাড়ির পাংশায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর ৪০২ তম পাংশা বাজার আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পাংশা বাজারের কুন্ডু সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত পাঠ করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং আলহাজ্ব আবেদ আহম্মেদ খান। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ ইমরান হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, জনতা ব্যাংক লিঃ পাংশা শাখার ব্যবস্থাপক মোঃ রাকিবুল ইসলাম,আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ রাজবাড়ী শাখার অফিসার মোঃ সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জীব কুমার কুন্ডু ও মোঃ জাকারিয়া প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ শাখাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।