প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২১ ৯:২২ : অপরাহ্ণ
॥স্টাফ রিপোর্টার॥রাজকন্ঠ ডট কম
সম্প্রতি অগ্নিকান্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া রাজবাড়ী বাজার এলাকার ‘দারুল উলুম ভাজনচালা দাওরায়ে হাদিস মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা’র নূরানী বিভাগের ১২ জন হাফেজ শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ প্রদান করেছেন রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং মোহনা টেলিভিশন ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়া।
বৃহস্পতিবার বিকালে (বাদ আসর) তিনি তার শিশু পুত্র মিরাজুল ইসলাম মিরাজকে নিয়ে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ ইলিয়াছ মোল্লার নিকট পবিত্র কোরআন শরীফগুলো হস্তান্তর করেন। পরে অধ্যক্ষ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে সেগুলো তুলে দেন।
এ ব্যাপারে সাংবাদিক মোঃ ইউসুফ মিয়া বলেন, আমার সাড়ে ৩ বছর বয়সী পুত্র সন্তান বেন ইয়ামিন রাফি’র গত ২রা ডিসেম্বর অকাল মৃত্যু হয়। ওর রূহের মাগফেরাত কামনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভাজনচালা মাদ্রাসার ১২ জন হাফেজ শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফগুলো প্রদান করলাম।
উল্লেখ্য, গত ২৫শে ডিসেম্বর ভোর রাত সোয়া ৪টার দিকে ভাজনচালা মাদ্রাসার হেফজখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় সেখানে অবস্থানকারী ৪০ জন শিশু শিক্ষার্থী বেঁচে গেলেও মাদ্রাসাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।