প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২০ ৯:১৯ : অপরাহ্ণ
রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বুধবার যোগদান করেছেন মোহাম্মাদ আলী। মোহাম্মাদ আলী ৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন দক্ষ অফিসার। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীকে বুধবার দুপুরে নতুন কর্মস্থলে স্বাগত জানিয়েছেন পাংশা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। উপজেলা নির্বাহী অফিসার’র কার্যালয়ে সহকারী কমিশনার (ভ’মি) নুজহাত তাসনীম আওন,উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল আলীম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ^াসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীকে ফুলেল শুভেচ্ছা জানান একই সাথে কুশোল বিনিময় করেন।