প্রকাশ: ৪ নভেম্বর, ২০২০ ৮:৫৪ : অপরাহ্ণ
॥মাসুদ রেজা শিশির ॥রাজকন্ঠ ডট কমরাজবাড়ীর পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম বারের মত মরহুম গোলাম মোস্তফা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২০ এর ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি পাংশা উপজেলা শাখার আয়োজনে এ খেলায় পিজিসিবি ঈরশ^দী,পাবনা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৪-৫ গোলে ঝিনাদাহ জেলা ফুটবল একাদশকে পরাজিত করে পিজিসিবি ঈরশ^দী,পাবনা ফুটবল একাদশ জয়লাভ করেছেন। এ খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী উত্তম কুন্ডু, মরহুম গোলাম মোস্তফার ছেলে পাংশা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মির্জু, পাংশা স্পোর্টিং ক্লাব ও উন্নয়ন সমিতির সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ। প্রথম রাউন্ডের শেষ খেলা আগামী শুক্রবার ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে রাজবাড়ী ও মাগুড়া জেলা ফুটবল একাদশের মধ্যে । পাংশার মাঠে হাজারো দর্শক এ খেলা উপভোগ করেন। মাঠ পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন জুয়েল রানা,আব্দুল করিম মাষ্টার,মোহাম্মদ আলী,সাইদুল।