প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২০ ৯:২২ : অপরাহ্ণ
॥নিজস্ব প্রতিবেদক ॥রাজকন্ঠ ডট কম
সরকারি দেয়া নিষিদ্ধ ঘোষিত সময়ে মা ইলিশ রক্ষা অভিযানে রাজবাড়ীর কালুখালীতে পদ্মা নদীতে ইলিশ রক্ষায় ব্যাপক অভিযান পরিচালনা করে ৮ জন জেলেকে গ্রেফতার ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি মা ইলিশ মাছ জব্দ হয়েছে কালুখালী উপজেলা মৎস অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান,উপজেলা মৎস অফিসার মোঃ আব্দুস সালামের। এসময় উপজেলা সহকারী মৎস্য অফিসার শাহরিয়ার জামান সাবু সহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা কালুখালী থানা পুলিশ লিফসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টে ৮ জন আসামীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান এর উস্থিতিতে জব্দকৃত ৫০ হাজার মিটার কারেন্ট জাল খেয়াঘাট এলাকায় অগ্নিসংযোগ করেন বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ৩ কেজি ইলিশ মাছ গরীব অসহায় দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।