॥ মানিকগঞ্জ প্রতিনিধি ॥রাজকন্ঠ ডট কম
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে ব্র্যাক এলাকা অফিসে দিনব্যাপী পল্লী সমাজ নেতাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক (করোনাকালীন) এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(২০ অক্টোবর) দিনব্যাপী পল্লী সমাজ নেতাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক (করোনাকালীন) এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি কর্তৃক পরিচালিত ওয়ার্ড ভিত্তিক দরিদ্র নারীদের সংগঠন পল্লী সমাজের ১০ জন নেতা নিয়ে আয়োজিত প্রশিক্ষণটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মানিকগঞ্জেন সিনিয়র জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে নেতাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ স্থলে প্রবেশের পূর্বে সকলে সাবান দিয়ে হাত ধুয়ে প্রশিক্ষণ কক্ষে প্রবেশ করেন। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন কর্মসূচি সংগঠক মোবারক হোসেন। উপস্থিত সকলে স্ব-স্ব পরিচয় পর্বের মাধ্যমে প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য করোনা ভাইরাস কি ও এই সময় কি কি করনীয়; সামাজিক সংহতি ও দুর্যোগকালীন সময়ে যোগাযোগ মহামারীতে নারীর প্রতি সহিংসতা ও এর প্রতিকার আইসিটি কি আইসিটির সুবিধা ও অসুবিধা নিয়ে অংশগ্রহণমূলকভাবে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য প্রশিক্ষণ শেষে পল্লী সমাজের নেতাগন মানিকগঞ্জ-ঝিটকা আঞ্চলিক সড়কে দেশব্যাপী নারী নির্যাতন ধর্ষণের ঘটনার বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।