প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২০ ১০:৫০ : অপরাহ্ণ
॥নিজস্ব প্রতিবেদক॥ রাজকন্ঠ ডট কম
নিশিদ্ধ ঘোষিত সময়ে মা ইলিশ রক্ষা অভিযানে রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০০০ মিটার কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ ও ২টি মাছধরা নৌকা জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।কালুখালী থানা পুলিশের সহযোগীতায় রবিবার রাতভর এ অভিযান পরিচালিত হয়। পরে তাদেরকে উপজেলা পরিষদ চত্বরে ৫০০০ হাজার মিটার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধংষ করা হয়েছে।
রাতভর মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম,কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান। এছাড়াও কালুখালী থানা পুলিশের সদস্যগন উপস্থিত ছিলেন। গ্রেফতার কৃত আসামীদের ৫ জনকে ১৬ দিন করে জেল ও ১জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে পাওয়া ইলিশ মাছ গুলো এতিমখানায় বিতরণ করা হয়।