প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২০ ৮:৪১ : অপরাহ্ণ
॥মাসুদ রেজা শিশির ॥রাজকন্ঠ ডট কম
রাজবাড়ীর পাংশার দক্ষিন অঞ্চলে ছিচকে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) শেষ রাতের দিকে উপজেলার শরিসা ইউনিয়ন পরিষদের সামনে বহলাডাঙ্গা বাজারের আব্দুল জলিল’র দোকানের টিনের চাল কেটে সংঘবন্ধ চোরের দল পরপর ৩টি দোকান থেকে নগদ টাকা,দামী সিগারেটসহ মূল্যবান জিনিস পত্র নিয়ে গিয়েছে চোরের দল। ইতি পূর্বেও ওই বাজারে একাধীক বার চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন সকালেই আমি বিষয়টি জানতে পেরেছি।দীর্ঘদিন ওই এলাকায় চুরি বন্ধ থাকলেও হটাৎ করেই যেন চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় নানা শংস্কায় রয়েছেন ব্যবসায়ীরা।