প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২০ ১০:০৮ : অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:রাজকন্ঠ ডট কম
রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার) এর সার্বিক তত্ববধায়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের আয়োজনে ১৫ই অক্টোবর বেলা ১১টায় থানা চত্বরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, সাবেক সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দুর্গাপূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজা মন্ডপগুলোর নেতৃবৃন্দ তাদের স্ব-স্ব এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলোর সমাধানের জন্য কালুখালী থানার ওসি’র সহযোগিতা কামনা করেন।
অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এবারের পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য কালুখালী থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর কালুখালী উপজেলায় মোট ৫৬টি মন্ডবে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।