নিজস্ব প্রতিনিধি:রাজকন্ঠ ডট কম
রাজবাড়ীর কালুখালী থানার নতুন অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তিনি থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালনকারী পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি’র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় কালুখালী থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মাসুদুর রহমান মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের বাসিন্দা। কালুখালী থানায় যোগদানের পূর্বে তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক(তদন্ত) পদে কর্মরত ছিলেন। তিনি ২০০৩ সালে উপ-পরিদর্শক(এস.আই) পদে পুলিশ বাহিনীতে যোগ দেন এবং ২০১৮ সালে পরিদর্শক(ইন্সপেক্টর) পদে পদোন্নতি পান। এছাড়াও পেশাগত দক্ষতার জন্য তিনি ২বার ‘আইজিপি ব্যাজ’ পান।
একান্ত সাক্ষাত কালে রাজকন্ঠকে নবাগত ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, কালুখালী থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি তিনি থানা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, দূনীতি ও বাল্য বিবাহসহ সকল প্রকার অপকর্ম রোধ করতে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। তিনি আরো বলেন কোন ব্যক্তি সার্থ্য উদ্ধারের জন্য না পুলিশ সব শ্রেনি মানুষের জন্য তাই কোন প্রকার অন্যায়ের সাথে কখনোই আপোষ করা হবে না এবং সর্ব সাধারনের জন্য আমার দরজা উন্মুক্ত থাকবে।