প্রকাশ: ১ অক্টোবর, ২০২০ ৯:৫২ : অপরাহ্ণ
॥ মাসুদ রেজা শিশির ॥ রাজকন্ঠ ডট কম
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদে মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণ সেন্টারে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় প্রশিক্ষার্থীদের সাথে মত বিনিময়,প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদের প্রশিক্ষণ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার। ৫০ জন প্রশিক্ষনার্থী আলাদা আলাদা ব্যাজে বিউটিফিকেশন ও সেলাই প্রশিক্ষণ গ্রহণ করবেন। পরে বিগত দিনে প্রশিক্ষণ গ্রহণ করাদের মধ্যে সনদ পত্র প্রদান করা হয়।