প্রকাশ: ১ অক্টোবর, ২০২০ ৯:৪৮ : অপরাহ্ণ
॥মাসুদ রেজা শিশির ॥রাজকন্ঠ ডট কম
”মুজিব বর্ষের অঙ্গিকার সড়ক হবে সংস্কার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার গ্রামীণ সড়ক সংস্কার কাজ চলছে। এ উপলক্ষে বৃহস্পতিবার পাংশা-কালুখালী পাকা সড়কের পাশে মাটির কাজের উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) মুজিব বর্ষ উপলক্ষে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ মাস ঘোষনা করেছেন। এরই আলোকে আজ ১লা অক্টোবর এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময় পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রইচ উদ্দিন, সহকারী প্রকৌশলী আব্দুল হালিম, সিও মোঃ নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।