প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:০৪ : অপরাহ্ণ
হাসান ভূঁইয়া, আশুলিয়া:
আশুলিয়ায় কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়।
সোমবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় দেওয়ান মোঃ রাজু আহমেদ এর উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ মেহদেী মাসুদ মঞ্জু, ইয়ারপুর আওয়ামী লীগ নেতা মজিবর সাহেদসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন নেতাকর্মীগণ।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে একটি মটর শোভা যাত্রা করেন দেওয়ান মোঃ রাজু আহমেদ।
অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।