প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২০ ৩:০৮ : অপরাহ্ণ
হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান সহ দুইজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের নিকট হতে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে সাভারের হেমায়েতপুর মুসলিম পাড়া এলাকায় শিহাব ভান্ডারের ভাড়া বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল, পাবনা জেলার আতাকুলা থানার শিমুলচাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৯) ও রাজবাড়ি জেলার পাংশা থানার পাট্টা গ্রামের মৃত মুঞ্জুর মন্ডলের ছেলে মিজানুর রহমান (৩৭)।
এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের নিকট ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। তারা চিহ্নিত মাদক ব্যবাসায়ী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।