প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২০ ৬:১৯ : অপরাহ্ণ
॥মাসুদ রেজা শিশির ॥ রাজকন্ঠ ডট কম
পাংশা মডলে থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ শাহাদাত হোসনে সোমবার দুপুরে পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের সকল মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনদের সাথে মত বিনিময় করেছেন। শরিসা বাজার জামে মসজিদে শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল আল বাহার বিশ^াসের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন। মত বিনিমিয় কালে ওসি শাহাদাত হোসেন মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং , নারী ও শিশু নির্যাতনের কুফল ও প্রতিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এসময় সকল মসজিদের খতিব দের জুম্মার খুতবায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং , নারী ও শিশু নির্যাতনের কুফল নিয়ে আলোচনার অনুরোধ করেন।