প্রকাশ: ২০ আগস্ট, ২০২০ ৮:২৯ : অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:রাজকন্ঠ ডট কম
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮২২ জনে।
এ সময়ে ১৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করলে ২ হাজার ৮৬৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জনের।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমি