॥ মাসুদ রেজা শিশির ॥ রাজকন্ঠ ডট কম
রাজবাড়ীর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল করোনায় আক্রান্ত হয়েছেন। আশিক মাহমুদ মিতুল করোনা প্রাদূর্ভাবের শুরু থেকেই পাংশা কালুখালী বালিয়াকান্দি উপজেলার মানুষের জন্য নিরলশ ভাবে কাজ করে যাচ্ছিলেন। প্রথম থেকে আজ পর্যন্ত করোনা মোকাবেলায় ছিলেন সম্মুখযোদ্ধা। করোনা শুরুর প্রথম দিকেই তিনি চিকিৎসকদের জন্য পিপিই সহ সকল প্রকার সরমঞ্জান প্রদান করেছেন,বিভিন্ন হাসপাতালে দিয়েছেন সরমঞ্জান,পুলিশ,সাংবাদিক,স্বাস্থ্য কর্মীদের দিয়েছেন পিপিইসহ সরমঞ্জান। দির্ঘদিন ধরে লকডাউনে থাকা পাংশা,কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার দরিদ্র অসহায় ভ্যান চালক,অটো চালক,হোটেল শ্রমিক,বাবুর্চি,নাপিত, মটর শ্রমিকসহ বিভিন্ন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন নিজ দায়িত্বে। শিশু খাদ্য প্রদান করে এক বিড়ল ঘটনার সৃষ্ঠি করেছেন তিনি । সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবা পৌছানোর লক্ষে চালু করেছিলেন ভ্র্যমমান এ্যাম্বুলেন্স সার্ভিস। করোনা আক্রান্ত রোগীর পরিবারের প্রতি আলাদা ভাবে দেখভাল করে আসছিল এই মহান মানুষটি সেই মানবতার ফেরীওয়ালা আশিক মাহমুদ মিতুল আজ করোনায় আক্রান্ত হয়েছেন। পাংশা বালিয়াকান্দি কালুখালী উপজেলার মানুষের দোয়া আর ভালবাসায় দ্রুত সুস্থ হয়ে আবারও নেতা কর্মীদের মাঝে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের মানুষের।