বাংলাদেশ সরকারের বর্তমান মন্ত্রি সভার ত্রান ও দৃর্যোগ প্রতিমন্ত্রি ডা. এনামুর রহমান সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। যার পিছনে ও দূঃসময়ে অতন্দ্র প্রহরীর মত ভূমিকা রাখেন বর্তমান ধামসোনার ইউনয়িন পরিষদ ৯ নং ওয়ার্ডে সদস্য মোহাম্মদ শফি উদ্দিন।
এদিকে মোহাম্মদ শফি উদ্দিন ইউপি সদস্যের দায়িত্ব পাওয়ার পর থেকে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ও ভূমিদূস্যতাসহ বিভিন্ন ধরনের অপরাধ দূর করতে কর্মীদের নিয়ে নিঃরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাই এই ওয়ার্ড বাসীর বিশ্বাস তারই পক্ষে সম্ভব সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ও ভ’মিদূস্যতাসহ বিভিন্ন ধরনের অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে পিছিয়ে পড়া মানুষদের ভাগ্যের দ্রুত উন্নয়ন ঘটানো সম্ভব।
স্থানীয় হাজী আকবর হোসেন বলেন, মোহাম্মদ সফি উদ্দিন ধামসোনা ইউনিয়ন পরিষদ ৯ ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করার পরে এলাকার যে উন্নয়ন করেছে তা এর আগে আমরা কখনো দেখিনি। সময়-অসময়ে ডাকলে তাকে আমরা পাশে পাই। সে সুখে-দুঃখে সব সময় আমাদের পাশে থাকে। এলাকার উন্নয়নে শফি মেম্বারের বিকল্প নাই বলেও জানান তিনি।
এ ব্যাপারে ধামসোনা ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ড সদস্য মোহাম্মদ সফি উদ্দিন বলেন, এলাকাবাসি আমাকে ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করলে, ৯ নং ওয়ার্ডের বাকি কাজ টুকু আমি শেষ করে এই এলাকাকে আধুনিক শিল্পাঞ্চলে পরিনত করবো। সেই সাথে এলাকার সন্ত্রাস, চাদাবাজসহ সব ধরনের অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে পিছিয়ে পড়া মানুষদের ভাগ্যের দ্রুত উন্নয়ন ঘটানোর জন্য কাজ করবো।