প্রকাশ: ৩০ জুলাই, ২০২০ ১১:৩৭ : অপরাহ্ণ
॥মাসুদ রেজা শিশির ॥রাজকন্ঠ ডট কম
রাজবাড়ীর পাংশা কালুখালী বালিয়াকান্দি উপজেলা সমূহের মানুষের এই করোনা মহামারির মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রম ধর্মী উদ্দ্যোগ গ্রহণ করেছেন সাবেক ছাত্র নেতা মের্সাস জাফরিন এন্টার প্রাইজের স্বতাধীকারী মোঃ মনোনয়ার হোসেন জনি। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ঘোষনা দিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল’র সহযোগীতায় বিশেষ করে পাংশা পৌরসভার নিস্ম ও মধ্যবিক্ত পরিবারকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঘরে ঘরে খাদ্য পৌছে দিবেন। এ জন্য তিনি তার মুঠোফোন নাম্বার ও ফেসবুক ম্যাসেঞ্জারে যে কেউ জানালে খাদ্য সামগ্রী পৌছে দিবেন বলে ঘোষনা দিয়েছেন। আশিক মাহমুদ মিতুল’র নির্দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই প্রয়াস বলে জানাগেছে। সাধারণ মানুষকে একটু ভাল রাখতে করোনা কালীন সময়ে আশিক মাহমুদ মিতুল নিজ অর্থায়নে বিভিন্ন সময় খাদ্য সামগ্রী নিম্ম আয়ের মানুষের মধ্যে প্রদান করে চলছেন তা এখনও অব্যহত রয়েছে। সাবেক ছাত্র নেতা মের্সাস জাফরিন এন্টার প্রাইজের স্বতাধীকারী মোঃ মনোনয়ার হোসেন জনি বলেন-এই করেনা কালীন সময়ে নিন্মে ও মধ্যবিত্ত মানুষ দুশ্চিন্তায় রয়েছে তাদের পাশে দাড়ানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্ঠা, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলের সার্বিক দিক নির্দেশনায় ও তার সহযোগীতায় আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের কথা ভেবেই এ উদ্দ্যোগ গ্রহণ করেছি, ইতি মধ্যে অনেকেই আমাদের কাছে তাদের পরিবারের সমস্যার কথা জানিয়েছে আমরা চেষ্ঠা করছি তাদের পরিবারের পাশে দাড়ানোর। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই মহামারি করোনা কালীন সময়ে আমার সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনেই প্রিয় ভাই আশিক মাহমুদ মিতুল হাকিমের প্রচেষ্টায় মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার চেষ্ঠার মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করব।