প্রকাশ: ২৪ জুলাই, ২০২০ ৯:৫৭ : অপরাহ্ণ
রাজবাড়ী প্রতিনিধি:রাজকন্ঠ ডট কম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ী সদর সাব-রেজিষ্ট্রি অফিসের উদ্যোগে বৃক্ষরোপন হয়েছে
। বৃহস্পতিবার দুপুরে সদর সাব-রেজিষ্ট্রার মোঃ রেজাউল করিম বকশি এর নেতৃত্বে, ঢাকা কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন শ্রীপুর (সার্কিট হাউজ এর সামনে) নির্মানাধীন ভবন চত্বরে বৃক্ষরোপন করে এ কর্মসুচি উদ্বোধন করেন।এ সময় রাজবাড়ী জেলা রেজিষ্ট্রার গোলাম মাহবুব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতি তুলে ধরে সাব রেজিষ্ট্রার রেজাউল করিম বকশি বলেন, সারা পৃথিবীতে করোনা মহামারি মহাদুর্যোগ হিসাবে এসেছে। এটি মোকাবেলায় সচেতনতা ছাড়া এখন পর্যন্ত কোন প্রতিষেধক নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুরদর্শিতা,অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে নানান কর্মসুচি গ্রহন করে অত্যন্ত সফল ভাবে এ সংকট মোকাবেলা করে যাচ্ছেন। এর ফলে বাংলাদেশ তুলনা মুলক ভাবে অনেক ভালো অবস্থানে আছে।
বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে এই সমস্যা দ্রুত পরিবর্তন হচ্ছে না। সেই জন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বাংলাদেশকে সবুজ শ্যামল বাংলাদেশ হিসেবে ধরে রাখতে হলে বেশি বেশি গাছ লাগনোর কোন বিকল্প নেই।