প্রকাশ: ১৭ জুলাই, ২০২০ ১১:৩৮ : অপরাহ্ণ
॥ পাংশা প্রতিনিধি ॥ রাজকন্ঠ ডট কম
রাজবাড়ীর পাংশা উপজেলা শরিসা ইউনিয়নের বহলাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম মন্ডলের ছেলে এম লিয়াকত হোসেনের জমি থেকে শুক্রবার সকালে প্রকাশ্যে দিবালোকে ২শতাধীক কলাগাছ কেটে জমি দখল করার চেষ্ঠা করেছ একই এলাকার মৃত সাকেন মন্ডলের ছেলে মোক্তার মন্ডল, আক্তার মন্ডলসহ বেশ কয়েকজন। লিয়াকত হোসেনের ছেলে মেহেদী জানান আমাদের জমি থেকে ২ শতাধীক কলাগাছ কেটে ফেলেছে একই সাথে ওই কলাবাগানের সকল কলা তারা নিয়ে গিয়েছে। এসময় দেশীও অস্ত্র স্বস্ত্র নিয়ে তাদের উপর হামলাও চেষ্ঠা করা হয়েছে সেই সাথে জমি জবর দখল করার পায়তারা করে চলছে। মেহেদীর পিতা লিয়াকাত হোসেন বলেন এ ব্য্পাারে আমি আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে মোক্তার হোসেনের সাথে কথা বলার চেষ্ঠা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।