প্রকাশ: ২৮ জুন, ২০২০ ৯:২৩ : অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:রাজকন্ঠ ডট কম
রাজবাড়ীতে নতুন করে ৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫৭ জনে।
রোববার বিকেলে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সর্বশেষ ২৫ জুনের নমুনায় ১৯৩ টি স্যাম্পলের মধ্যে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৬৭ জন করোনা আক্রান্ত। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৯ জন, বালিয়াকান্দি উপজেলায় ২ জন,পাংশা উপজেলায় ২৮ জন, গোয়ালন্দ উপজেলায় ১ জন,কালুখালী উপজেলায় ৭ জন।
জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৯৫ এবং মারা গেছে ২ জন।