চলুন আজকে যেনে নেই নিয়মিত গরম পানি গ্রহনে আমাদের দেহ কি প্রতিক্রিয়া করে??
অতিরিক্ত গরম পানি খাওয়ার ফলে অন্ত্রের জ্বালাযন্তা হয়ে থাকে। খাদ্যনালী,পাকস্থলীর জ্বালাযন্তা হয়ে টিস্যু স্কিন ইঞ্জুরি হয়ে আলসারেশন তৈরি হতে পারে। দীর্ঘদিন আলসার থেকে ক্যান্সার হতে পারে।
তাছাড়াও খাদ্যনালীর যেসব নরমাল ফলোরা (গুড ব্যাক্টেরিয়া) রয়েছে সেগুলো ড্যামেজ হতে পারে।
যদি ভাবেন অতিরিক্ত গরম পানি বা চা, কফি খেলে আপনার করোনা হবে না, এই ধারণা ভুল!
বরং মাত্রাতিরিক্ত গরম পানি খেলে (নরমাল ফলোরা) যেসব ভাল ব্যাক্টেরিয়া রয়েছে সেগুলো ব্রানিং হয়ে ড্যামেজ হয়। ফলে ভাইরাস,ব্যাক্টেরিয়ায় আক্রান্ত হওয়ার চান্স আরো বেশি বেড়ে যাবে।
অতিরিক্ত গরম পানি খাওয়ার ফলে দেহে ডিহাইড্রেশন তৈরি হয়, এতে দেহে পানি শুন্যতা দেখাদেয়। কারণ আমাদের দেহে ডাইজেস্টিব এবজ্রপশন করতে পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্ত্রের বডি থেকে পর্যাপ্ত পানি শোষণ করে নেয়।
দীর্ঘদিন পানিশুন্যতা থেকে কোষ্ঠকাঠিন্য হয়,
পুরাতন কোষ্ঠকাঠিন্য থেকে পেইনফুল অন্ত্রের নড়াচড়া হয়,এতে পায়খানার সাথে রক্ত যেতে পারে অর্শ্বরোগ হতে পারে।
অতিরিক্ত গরম পানি পান করার ফলে গ্যাস্ট্রিক জুস কম সিক্রেশন হয়। ফলে ডাইজেস্টিভ এ্যাবজ্রপশোন (বিপত্তি) ঘটে,ফলে হাইপার এসিডিটি হয়ে থাকে যেটা অনেকেই গ্যাস্টিকের সমস্যা বলে থাকেন। সুতরাং গরম পানি পান করার ক্ষেএে সতর্কতা অবলম্বন করতে হবে।
লেখকঃ ডাঃ মোঃ ইব্রাহিম হোসেন
চেম্বারঃ পিপলস কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লালবাগ ঢাকা ১২১১
সিরিয়াল ০১৭১৯৯৩৯৫৫৩