প্রকাশ: ১৯ জুন, ২০২০ ৭:৪৫ : অপরাহ্ণ
॥স্টাফ রির্পোটার ॥রাজকন্ঠ ডট কম
রাজবাড়ীর কালুখালী উপজেলার ঐতিয্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আশরাফুল উলুম কওমি মাদরাসার ৪র্থ তলার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম এর নিদের্শে এই মাদরাসার ৪র্থ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
গতকাল ১৯ জুন(শুক্রবার) দুপুর ১২ টায় সম্পন্ন সামাজিক দুরত্ব বজায় রেখে অত্র মাদরাসার ৪র্থ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।
এসময় রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম খায়ের,আশরাফুল উলুম কওমি মাদরাসার সভাপতি, রতনদিয়া বাজার কেন্দ্র জামে মসজিদের সভাপতি ও কালুখালী কেন্দ্রীয় গোরস্থানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী ওয়াজেদ আলী বিশ্বাস,রাজবাড়ী ভাজনচালা দারুল উলুম দাওরায়ে হাদীস মাদরাসার মহ্তামিম হাফেজ মাওলানা মো: ইলিয়াজুর ,মাওলানা মো: মাহবুবুর রহমান,রতনদিয়া বাজার কেন্দ্র মসজিদের খতিব ও আশরাফুল উলুম কওমি মাদরাসার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা আ: মালেক,কালুখালী কেন্দ্র গোরস্থানের সাধারন সম্পাদক আবু বক্কার মন্ডল,গোরস্থানের উপদেষ্টা আ: জলিল বিশ্বাস, ও আজিজুল ইসলাম শাহ্ আজিজ,আশরাফুল উলুম কওমি মাদরাসার ভারপ্রাপ্ত মহ্তামিম আরিফ বিল্লাল,মাদরাসা কমিটির সদস্য ইউনুস আলীসহ অত্র মাদরাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশরাফুল উলুম কওমি মাদরাসার ৪র্থ তলার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামন চেীধুরী টিটো বলেন রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম এর নির্দেশে আজ এই মাদরাসার ৪র্থ তলার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ করা হলো।এবং তার হাত দিয়েই এই ভবনের কা হবে।তিনি বলেন এমপি মহোদয় এই মাদরসার সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।তিনি আরো বলেন এমপি মহোদয়ের আদের্শ ক্রমে তার সার্বিক ব্যবস্থাপনায় কালুখালী গোঙ্গানন্দপুর রেলগেট থেকে আশরাফুল উলুম মাদরাসার পাশ দিয়ে কালুখালী পূর্ব কেবিন গেট ভাটিয়াপাড়া রেলসংযোগ পর্যন্ত রাস্তা খুব তারাতারি পাকার কাজ শুরু হবে। তিনি বলেন কালুখালীতে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত জরুরী ছিলো যা এখন হয়েছে।এটা আমাদের গর্বের প্রতিষ্ঠান কারন এখান থেকে এলাকার শিশুরা কুরআন এর হাফেজসহ ধর্মীয় শিক্ষা গ্রহন করার সুযোগ্য পাচ্ছে পাশাপাশি একই বাউন্ডারির মধ্যে উপজেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান এবং গোরস্থান রয়েছে এটা আমাদের বড় পাওয়া তাই আমি এই প্রতিষ্ঠানের সার্বক্ষনিক উন্নত কামানা করি।
এসময় জেলা পরিষদ সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম খায়ের এই মাদরাসার উন্নয়নের জন্য সব সময়ই সার্বিক সহযোগী করে থাকেন তারাই ধারাবাহিকতায় ভবন উদ্বোধন দিনে মাদরাসার উন্নয়ন কাজের জন্য ২লক্ষ টাকা প্রদান করার প্রতিশ্রুতি দেন।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সারাবিশ্ব তথা বাংলাদেশের উপর বর্তমান করোনা ভাইরাসের মত এই মহামারি রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য দেশ জাতীসহ অত্র মাদরাসার জন্য মহান আল্লাহতালার কাছে বিশেষ ভাবে দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজবাড়ী ভাজনচালা দারুল উলুম দাওরায়ে হাদীস মাদরাসার মহ্তামিম হাফেজ মাওলানা মো: ইলিয়াজুর
উল্লেখ্য অত্র মাদরাসাটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুনামে সাথে কয়েকটি শাখা ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে যা জেলা ও উপজেলা পর্যায়ে যতেষ্ঠ সুনাম রয়েছে।মাদরাসার বিশ্বাল এলাকাটি জুড়ে রয়েছে আশরাফুল উলুম কওমি মাদরাসার কয়েকটি ঘর,একটি বড় মসজিদ, অত্র এলাকার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান ও কালুখালী কেন্দ্রী গোরস্থান।
অত্র মাদরাসাটিতে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সন্তানের পাশাপাশি বেশ কিছু এতিম শিশু আবাসিক ভাবে অবস্থান করে ধর্মীয় শিক্ষাসহ সাধারন শিক্ষা গ্রহন করছে।