প্রকাশ: ১০ জুন, ২০২০ ৭:৪০ : অপরাহ্ণ
সারাবেলা প্রণয়ের আলাপন
মিছেই কী ভাবছি তারে আপন,
বিমুগ্ধ বেলায় চোখের স্বপন
বাসী দোড় নিকোনো হলো অকারন।
হঠাৎ বুকের কোণে উঠে ঝড়
আশঙ্কার ঢেউ কাঁপছে থরথর,
যারে মেনে নিলাম মনের ঘর
সে’কি আজ করবে আমায় পর।
ভর দুপুর গৃহস্থ উঠোনেতে
জোড়া কাকের অশনিসংকেতে,
ডান নয়ন নাচে অলক্ষতে
কর্কশ সে সুর বাজে হৃদয়েতে।
ভালো কী আছ প্রিয়তম বিজনে
আর কী হবেগো দেখা দুজনে……
কবি: কনক লতা দাস
সিনিয়র শিক্ষক
বারুগ্রাম উচ্চ বিদ্যালয়
বালিয়াকান্দি, রাজবাড়ী।